বাংলাদেশের পঞ্চগড় জেলায় নৌকাডুবি কমপক্ষে ২৫ জনের মৃত্যু! নিখোঁজ বহু

ঢাকাঃ মহালায়ার অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে করতোয়া নদীতে আজ দুপু্র আড়াটা নাগাদ এক মর্মান্তিক নৌকাডুবিতে মৃত্য হল প্রায় ২৫ জনের। নিখোঁজ বহু। এখন পর্যন্ত, ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনটি শিশু, ১১ জন মহিলা ও দুজন পুরুষ রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ৮ জন মারা যায়। এদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, “এখনো পর্যন্ত বহু মানুষের খোজ পাওয়া যাচ্ছে না। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।” বাংলাদেশের উত্তরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বোদার বদেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে যোগ দিয়ে নৌকায় করে ফিরছিলেন প্রায় ৫০ জনের একটি দল। এদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি ছিল। নৌকাটির বহন ক্ষমতার তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad