এস এস সি নিয়োগ কান্ডে গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক নিয়োগ নিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বক্তব্যে অস্বচ্ছতা সহ বেশ কিছু ব্যাপারে অসঙ্গতি থাকায় শেষপর্যন্ত সিবিআই গ্রেপ্তার করলো মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আজ বেলা ১১।৪৫ এর পর থেকে তাকে একটানা জেরা করে সিবিআই, কিন্তু তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই কর্তারা। তাই ৬ ঘন্টা পরে তাকে গ্রেপ্তার করা হলো। এর আগে এস এস সির ২ জন উচ্চপদস্থ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছিল। নিয়োগ দুর্নীতির কারণে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় নাম জড়িয়ে যাওয়ায় ৩ মাস আগে তাকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় তাঁর অবসরের মেয়াদ পেরিয়ে গেলেও অতিরিক্ত এক বছর তাঁকে দায়িত্ব সামলাতে হয়েছে। ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময়।
জানা গেছে, দিল্লি থেকে নির্দেশ আসার পরই কল্যাণবাবুকে গ্রেপ্তার করা হয়। তাকে এই মুহুর্তে মেডিক্যাল চেক-আপের জন্য এস এস কে এমে নিয়ে যাওয়া হয়েছে। এস এস সি দূর্নীতি মামলায় বেশ কিছু ব্যাপারে কল্যাণময়ের ভূমিকা ছিল বলে মনে করছে সিবিআই, তাই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়। বাগ কমিটির রিপোর্টে একাধিকবার তার নাম উল্লেখ করা হয়েছে। এমনকি, ইডিও এর আগে তার বাড়ি তল্লাসী করে। মনে করা হচ্ছে এই এস এস সি নিয়োগ, শিক্ষক ও অশিক্ষক কর্মী সংক্রান্ত ব্যাপারে তার একটি বিশেষ ভূমিকা আছে। আজ তাকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছিল। তাকে আজ এই দূর্নীতি নিয়ে বেশ কিছু প্রশ্ন করে সিবিআই। শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে এই ব্যাপারে কতটা যোগ ছিল, কীভাবে নিয়োগপত্র দেওয়া হতো - এসব ব্যাপারে নানা প্রশ্ন করে সিবিআই, কিন্তু তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। এখন, পার্থ চট্টোপাধ্যয়, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় -এই ত্রিভূজের মধ্যে একটা সমন্বয় খুজে বের করার চেষ্টা করতে পারে সিবিআই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad