বাংলাদেশঃ ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপলক্ষে মেলা জমেছে চিত্রাপাড়ে

বিশ্বজিৎ মন্ডল,ঢাকাঃ বাংলাদেশের বাগেরহাট জেলার চিতলমারী-ফকিরহাট উপজেলার সীমান্তবর্তী চিত্রা নদীর তীরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ফকিরহাটের মূলঘর ইউনিয়নে কলকলিয়া ত্রি-পল্লী মাঝি মিলন সংঘ আয়োজিত ভাদ্র সংক্রান্তি উপলক্ষে চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৫৭তম নৌকাবাইচ প্রতিযোগীতার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগীতা শুধু দুই উপজেলা মানুষের মিল বন্ধন নয় বরং কয়েকটি উপজেলার মানুষের মধ্যে বিনোদনের এক অন্যেরকম অনুভূতির জায়গা।
  সূদুর যশোহর থেকে ছুটে আসা একজন     দর্শনার্থী জানান,করোনার কারনে গত দু-তিন     বছর বন্ধ ছিলো নৌকাবাইচ। তাই ইচ্ছা   থাকলেও  আসতে পারিনি। এবছর নৌকাবাইচ   হবে জানতে পেরে নিজেকে আর ধরে রাখতে   পারিনি। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে  এখানকার আনন্দ উপভোগ করতে এসেছি।স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদারের সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, অধ্যক্ষ বটু গোপাল দাশ, মুক্তিযোদ্ধা আবু বকর শেখ, প্রধান শিক্ষক প্রজিৎ মুজমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি,কলকলিয়া ত্রি-পল্লী মাঝি মিলন সংঘের সভাপতি নরেন্দ্রনাথ মজুমদার, সাধারন সম্পাদক পিযূষ কান্তি সরকার, হেমন্ত বিশ্বাস, মনোজ মজুমদারসহ আরও অনেকে। এদিকে নৌকা বাইচ চলাকালিন সময়ে চিত্রা নদীর দুপার ঘেষে জমেছে হাজার হাজার দর্শনার্থীর ঢল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad