সিত্রাংয়ের তান্ডবে বাসের উপরে ভেঙে পড়ল বিলবোর্ড

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গায় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের উপরে ভেঙে পড়েছে একটি বিশালাকৃতির বিলবোর্ড। এতে বাস দুটির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান বলেন, প্রচণ্ড ঝড়ো বাতাসে সোমবার রাত সাড়ে দশটার দিকে বিলবোর্ডটি দুটি বাসের উপর ভেঙে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা চালক ও হেলপারদের স্থানীয় লোকজন উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
স্থানীয়রা জানান, এক্সপ্রেস হাইওয়ের ভাঙ্গা চৌরাস্তা একটি দৃষ্টিনন্দন স্থান। প্রতিদিন এখানে হাজারো বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও দূর-দূরান্তের পর্যটক ভিড় জমান। কিন্তু চৌরাস্তাটির চারপাশে বিভিন্ন ভবনের ছাদে ঝুঁকিপূর্ণ স্থানে অপরিকল্পিতভাবে বসানো হয়েছে শত শত বিলবোর্ড। 
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিম উদ্দিন জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা এর মধ্যেই রোডস অ্যান্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড সরানো না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad