“তৃণমূল করতে হলে পুরানো কর্মীদের মর্যাদা দিয়ে তৃণমূল করতে হবে।“ তপন দাশগুপ্ত

  

নিজস্ব প্রতিনিধিঃ “তৃণমূল করতে হলে পুরানো কর্মীদের মর্যাদা দিয়ে তৃণমূল করতে হবে। যাদের জন্য জিতলেন, তাদের কথা মনে রাখতে হবে, ভুললে চলবে না।“ আজ পোলবা দাদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বেতা শান্তিময়ী কোল্ড স্টোরেজে বিজয়া সম্মেলন ও পুরনো কর্মীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ ভাবেই তৃণমূলের কর্মীদের মনোবল বাড়িয়ে তুললেন বিশিষ্ট তৃণমূল নেতা তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার জনপ্রিয় বিধায়ক তপন দাশগুপ্ত, ধনিয়াখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুহীন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, পোলবা দাদপুর ব্লক সভাপতি সুভাষ ঘড়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সর্বোপরি তৃণমূল কংগ্রেস পরিবারের সাধারণ কর্মীবৃন্দ।

এদিন তপনবাবু বলেন, “মনে রাখবেন আমাদের লক্ষ্য একটাই, সেটা অসীমা পাত্রের কেন্দ্রই হোক, তপন মুজুমদারের হোক, অরিন্দমের হোক কিংবা আমার, একটা সিটও আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেসকে দেব না। তবে, গায়ের জোরে আমরা জিতি না। লড়াই হবে নির্বাচনের ময়দানে, মানুষের ভোটে।“

তিনি আরো বলেন, “দল বাঁচলে আমরা সবাই বাঁচবো। তাই দলকে ঠিক রাখতে হবে। যারা কেন্দ্রিয় সরকারের সমালোচনা করছেন তাদের পিছনেই সিবিআই, ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা মমতা ব্যানার্জীর আদর্শে তৈরি, তাই বাধার বিরুদ্ধে লড়াই করেই আমাদের চলতে হবে।“

তিনি বলেন, “আমাদের জেলাতে ২০১১ সালে পরিবর্তন ঘটেছে। ১৮ টার মধ্যে ১৬ টা পেয়েছিলাম। মানুষের আশির্বাদে সব পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের ৫০ এ ৫০ আমরা পেয়েছিলাম।  দিদির আস্থা আছে এই হুগলি জেলার উপর, তাই মনে রাখবেন, পঞ্চায়েত নির্বাচন যেন ভালো হয়। এলাকায় কিছু মানুষ ভুল বোঝাচ্ছেন এই রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে। মনে রাখবেন, দল বাচলে আমরা সবাই বাচবো। একটা সময় পোলবা ব্লকের অবস্থা কী ছিল, আর আজ ২০২২ সালে দেখুন কতটা  উন্নতি হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল।“

এদিনের ভিড়ে ঠাসা সমাবেশে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, “ দিদির প্রকল্পের সুবিধাটা ভোগ করে নিচ্ছেন কিছু মানুষ, আবার তারাই দিদির সমালোচনা করছেন।“

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad