ক্যালিফোর্নিয়ায় ৮ মাস বয়সী এক শিশুসহ শিখ পরিবারের চারজনকে খুন, গ্রেপ্তার সন্দেহভাজন

ভয়েস ৯,ওয়াশিংটন: মাত্র ৮ মাস বয়সী এক শিশুসহ এক শিখ পরিবারের চারজনকে অপহরণ করে খুন করা হয়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশ এই চার সদস্যকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন জেসাস সালগাদোকে (৪৮)গ্রেপ্তার করেছে। চন্ডীগড়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং মার্কিন সরকারকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের হস্তক্ষেপ চেয়েছেন। মান বলেন, ভারত সরকারকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাঞ্জাবিদের নিরাপত্তার বিষয়টি সেখানকার সরকারের কাছে উত্থাপন করতে হবে। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্সেড কাউন্টি ক্যালিফোর্নিয়ায় আট মাসের একটি মেয়েসহ ভারতীয় বংশোদ্ভূত এক শিখ পরিবারের সদস্যদের মৃত অবস্থায় পাওয়া গেছে। গত সোমবার থেকে এরা সকলেই নিখোঁজ ছিলেন। মৃতেরা হলেন ৮ মাস বয়সী আরুহি ডেরি; তার মা জসলিন কৌর, ২৭; বাবা জসদীপ সিং, ৩৬; এবং চাচা আমনদীপ সিং, । এদের সকলকেই বুধবার বিকেলে মৃত অবস্থায় পাওয়া যায়।
অপরাধের উদ্দেশ্য জানা না গেলেও এটি আর্থিক বলে মনে করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার একটি গ্রামীণ ঝুপড়িতে মৃতদেহগুলি খুঁজে পাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে, পুলিশ সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছিল। সেখানে দেখা যাচ্ছে, পরিবারটিকে হাত বেঁধে জিপ থেকে নামানো হচ্ছে। আরেকটি ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ৯ টায় সন্দেহভাজন জেসাস ম্যানুয়েল সালগাদোরের সঙ্গে জসদীপ সিং কথা বলছেন। এরপর পুলিশ সন্দেহভাজনদের তল্লাসি করতে শুরু করে। তাদের মূল সন্দেহ ছিল জেসাস সালগাদোর উপর। সালগাদো ২০০৫ সালে আরেকটি পরিবারে ডাকাতি করে। সশস্ত্র ডাকাতির জন্য তিনি দোষী সাব্যস্ত হন এবং তার ১১ বছর জেল হয়। ক্যালিফোর্নিয়ায় চারজনের একটি শিখ পরিবারকে অপহরণের ফুটেজ, প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যুর পর, সোমবার সকাল ৯ টায় সন্দেহভাজন জেসাস ম্যানুয়েল সালগাদোর সাথে ভিকটিম জসদীপ সিং কে আকস্মিকভাবে কথা বলতে দেখা যায়।
আন্ডারশারিফ কোরি গিবসন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৮টা ৪০ মিনিটের মধ্যে জসদীপ ও তার ভাই অমনদীপ তাদের অফিসে আসেন। সালগাদোরের সঙ্গে কথা বলার পরে, দুজনেই অফিসের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যায়। জসদীপ এবং সন্দেহভাজন কয়েক মিনিটের জন্য ভিতরে ছিলেন এবং তারপরে ্তাকে এবং অমনদীপকে হাতবাঁধা অবস্থায় জিপে উঠতে দেখা যায়। অপহরণকারী হাতে একটি বন্দুক নিয়ে তাদের অনুসরণ করে। ভিডিওতে আরও দেখা গেছে যে অপহরণকারী অমনদীপ এবং জসদীপকে পিকআপ ট্রাকের পিছনের সিটে ধাক্কা দিয়ে বসতে বাধ্য করেন। তারপর গাড়ি চালিয়ে চলে যান এবং ছয় মিনিট পরে ফিরে আসে, গিবসন বলেন, তারপরে তিনি ভিতরে যান এবং জসদীপের স্ত্রী জসলিন এবং মেয়ে আরুহিকে বের করে আনেন। অমনদীপ ও জসদীপের বাবা-মা, রণধীর সিং এবং কিরপাল কৌর, ২৯ শে সেপ্টেম্বর হোশিয়ারপুর জেলার হরসি পিন্ড গ্রামে এসেছিলেন। অপহরণের খবর পেয়ে মঙ্গলবার তারা যুক্তরাষ্ট্রে ফিরে যান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad