গুজরাতঃ মোরবি সিভিল হাসপাতালে মৃতদেহের স্তূপ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মোরবিতে দোলনা ব্রিজে দুর্ঘটনার পর মোরবি সিভিল হাসপাতালে মানুষের ভিড় জমে গিয়েছে। দিব্যাভাস্কর মোরবি হাসপাতালে পৌঁছেছেন। বর্তমানে হাসপাতালের ভেতরে অনেক দৃশ্য দেখা যাচ্ছে। কোথাও মৃতদেহের লাইন, কোথাও আবার আহতরা কাঁদছে। সিভিল হাসপাতালে, মৃতদেহের স্তূপ রয়েছে। খাটের উপর বিছানাতেও মৃতদেহ। মৃতদেহের মধ্যে আত্মীয়-স্বজনরা তাদের পরিবারকে শনাক্ত করছে। কয়েকজনের পরিবার এখনো নিখোঁজ। আহতদের একের পর এক অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে মোরবি সিভিল হাসপাতালে। আহত ও তাঁদের পরিজনদের নিয়ে উপচে পড়ছে গোটা হাসপাতাল। একই সঙ্গে মোরবি সিভিল হাসপাতালের সব কর্মীই রোগীদের চিকিৎসার কাজে নিযুক্ত। জাকোট সিভিল হাসপাতাল থেকে পাঁচ জন চিকিৎসক এবং ২৫ জন নার্সিং স্টাফ মোরবির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য রাজকোটে একটি পৃথক ওয়ার্ড তৈরি করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad