ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের দল

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যে ডেঙ্গু তার করাল ছায়া ক্রমশঃ বড়ো করছে। বিভিন্ন জেলায় পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। ডেঙ্গু নিয়ে প্রথমদিকে গ্রাম-পঞ্চায়েত, পুরসভা ও জেলা স্বাস্থ্য-দপ্তরের অনেকটা গা-ছাড়া মনোভাব পরিস্থিতিকে আরও খারাপ করেছে বলে অভিযোগ উঠছে। বিভিন্ন জেলার পুরসভাগুলিও নিয়মিত নজরদারি বা এলাকাবাসীদের সতর্ক ও সাবধান করার মতো সাধারণ কাজগুলিও করেনি বলে জানা গেছে। 
 একশ্রেণির সাধারণ মানুষের কান্ডজ্ঞানহীন আচরণ, পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্যদপ্তরের অবহেলায় আজ লক্ষ লক্ষ রাজ্যবাসী বিপদের সম্মুখীন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা থেকে। ইতিমধ্যেই, গতকাল ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুবাই হাজরা নাম এক সাফাইকর্মীর। ওই ব্যক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ১ নভেম্বর এন‌আর‌এস-এ ভর্তি হন। এছাড়া, মৃত্যু হয় আরও ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন গর্ভবতী মহিলাও।
এরকম পরিস্থিতে নবান্নে জরুরী মিটিং ডাকা হলো। এই জরুরি বৈঠকে স্বাস্থ্য ভবনের সচিব-সহ আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। জানা গেছে, জেলায় জেলায় যাবেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দল। নির্দিষ্ট জেলায় কেমন চলছে ডেঙ্গি চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হবে৷ চিকিৎসকদের নিয়ে এই দল তৈরি হবে৷ থাকবেন শহরের বিশেষজ্ঞরাও থাকবেন৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বাড়াতে হবে বেডের সংখ্যাও৷
জেলায় জেলায় পরিস্থিতি কেমন চলছে, তা খতিয়ে দেখবে এই দল৷ কী দেখবে তা সম্পর্কেও বলা হয়েছে৷ এই সার্ভেলেন্স দল বা নজরদারির দল দেখবে, নির্দিষ্ট জেলায় কেমন চলছে ডেঙ্গি চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হবে৷ চিকিৎসকদের নিয়ে এই দল তৈরি হবে৷ থাকবেন শহরের বিশেষজ্ঞরাও থাকবেন৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বাড়াতে হবে বেডের সংখ্যাও৷ 
অন্যদিকে, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকয়ারকেয় দোষ দিচ্ছেন বিরোধী দলগুলি। মৃত্যুর সংখ্যা গোপন করে সরকার পরিস্থিতিকে আরো খারাপ করছে বলে তারা অভিযোগ করেন। এর আগে, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানিয়েছিলেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad