আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ওড়িশার ধবলেশ্বর এর ঝুলন্ত সেতু

ভয়েস ৯, নিউজ ডেস্ক, ওড়িশাঃ গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনার পর কমিয়ে দেওয়া হয়েছিল পদযাত্রীদের অতিরিক্ত চাপ। প্রতিবারে ২০০ জন পদযাত্রীদের সেতু পারাপার হওয়ার নির্দেশ দিয়েছিল কটক জেলা প্রশাসন। কিন্তু, এবার আর কোন ঝুকি না নিয়ে এই ঝুলন্ত সেতু দিয়ে পারাপার পুরোপুরিভাবে বন্ধ করা হল।
জানা গেছে, কটক জেলা কর্তৃপক্ষ আথাগড় এলাকার ধবলেশ্বর ঝুলন্ত সেতুটি মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু চলতি মাসে হাজার হাজার ভক্ত প্রতিদিন ধবলেশ্বর মন্দির পরিদর্শন করেন, তাই সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত। 
এর আগে আথাগড়ের সাব-কালেক্টর হেমন্ত কুমার সোয়াইন স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছিলেন, "বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী, আমরা নির্দিষ্ট সময়ে সেতুতে দর্শনার্থীর সংখ্যা কমিয়ে ২০০-তে নামিয়ে এনেছি। দিনে সর্বোচ্চ ১০/১২ হাজার মানুষকে মন্দিরে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। আমরা নৌকার সুবিধারও ব্যবস্থা করছি যাতে অতিরিক্ত ১০,০০০ লোক সেখানে আসতে পারে।" 
 তিনি এই ঝুলন্ত সেতু বন্ধের ব্যাপারে বলেন, "গ্রামোন্নয়ন দফতরের পরামর্শে ঝুলন্ত সেতুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ঝুলন্ত সেতুর অবস্থা বিশেষজ্ঞরা ক্ষতিয়ে দেখছেন। সেতুর কিছু অংশে দাগ চিহ্নিত করা হয়েছে।“ 


তিনি বলেন, পুঞ্চুকায় (কার্তিকার শেষ পাঁচ দিন) বিপুল সংখ্যায় ভক্তরা মন্দিরে ভিড় জমান। তাই প্রশাসন যে কোনও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য সিআরপিসির ১৪৪ ধারা জারি করেছে। মেরামতির কাজ শেষ হলেই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এর মধ্যে মেরামতির কাজ শেষ হলে পুঞ্চুকার আগেই ঝুলন্ত সেতুটি খুলে দেওয়া যেতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad