প্রেমিকের সঙ্গে ঘর ছাড়লেন মা, মায়ের বেতন থেকে পড়ার খরচ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন নাবালিকা

ভয়েস ৯, ভুবনেশ্বরঃ ফেসবুকের বন্ধুর সঙ্গে প্রেমে পড়েছিলেন মা। একসময় ওই প্রেমিকের সঙ্গেই স্বামীর ঘর ছাড়লেন ওড়িশার কেওনঝড়ের এক মহিলা। পিছনে পড়ে রইল তার স্কুল পড়ুয়া মেয়ে। বর্তমান পরিস্থিতিতে ষষ্ঠ শ্রেণিতে পাঠরতা মেয়েটি মায়ের বেতন থেকে পড়াশোনার খরচ বহন করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। তার প্রতিলিপি জেলা শিক্ষা আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক এবং জেলা শিশু কল্যাণ আধিকারিকের কাছেও পাঠানো হয়েছে।
 জানা গেছে, মেয়েটি আনন্দপুর মহকুমার হাটডিহি ব্লকের সুন্দরপাল মডেল স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বাবার সামান্য উপার্জন। সংসার চালানো কঠিন, তার উপর পড়াশোনার বিপুল খরচ। এছাড়া, স্কুলটিও তার বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে। তাই তাকে একটি হোস্টেলে থাকতে হয়। জানা গেছে, ২০১০ সালে, আম্বো গ্রামের ভগবান জেনা একই গ্রামের পঙ্কজিনী দাসের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি তেলকোই এলাকার শিরিগিদা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি নেন। এ সময় তার একটি কন্যা সন্তান হয়। 
স্ত্রী পঙ্কজিনীর কথায়, মেয়ের দায়িত্ব নিতে ভগবান নিজের চাকরি ছেড়ে বাড়িতেই থেকে যান। কয়েক বছর পর ২০১৮ সালে পঙ্কজিনী ফেসবুকের এক পরিচিত পুরুষ বন্ধুর প্রেমে পড়েন এবং তার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন। গত পাঁচ বছর ধরে, তিনি তার মেয়ের পড়ার খরচও দিচ্ছেন না বলে অভিযোগ। এইরকম অবস্থায় বাবা-মেয়ে দু'জনেই দাবি করেছেন, বর্তমানে শিক্ষিকা হিসেবে কর্মরত মায়ের বেতন থেকে তাঁদের মেয়ের পড়াশোনার খরচ বহন করতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad