Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

পুরীর জগন্নাথ মন্দিরে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি: হাসপাতালে ভর্তি ৬ স্কুল ছাত্রী

নারায়ণ পট্টনায়ক, ভুবনেশ্বরঃ গতকাল সন্ধ্যায় ওডিশার পুরী শহরের জগন্নাথ মন্দিরে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কমপক্ষে ৬ জন শিক্ষার্থী কে হাসপাতালে ভর্তি করা হয়। 
সূত্রের খবর, ময়ূরভঞ্জ জেলার হৃদানন্দ হাইস্কুলের পড়ুয়ারা সকালে পুরীতে পিকনিক করতে এসেছিল। সারা দিন ধরে আনন্দ করে শহরে ঘুরে বেড়ানোর পরে, সন্ধ্যায় গিয়েছিলেন পুরীর শ্রীজগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শনের জন্য। সিংহদ্বারের সামনে ব্যারিকেড লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রাত আটটা নাগাদ মন্দিরে ঢোকেন তাঁরা। 
'বাইশি পাহাচা' করতে গিয়ে প্রবল ভিড়ের কারণে ওই নাবালিকা পড়ুয়ারা দমবন্ধ হয়ে নীচে পড়ে যায়। অন্য শিক্ষার্থীরা সাহায্যের জন্য চিৎকার করলে পুলিশ তাদের উদ্ধারে এগিয়ে আসে। জানা গেছে, জ্ঞান হারিয়ে ফেলা ছয় শিক্ষার্থীকে দ্রুত শহরের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 
ওই ছাত্রীদের নাম সুভদ্রা দাস, লিসা টুডু, কৃষ্ণ পরিদা, ইতিশ্রী জেনা, বিষ্ণুপ্রিয়া বেহেরা ও বারসারানি পারিদা। সকলেই স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রী।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad