আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে ভয়ঙ্কর দুর্ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত ১ শিশু সহ তিন


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সন্ধ্যায় আসানসোলে কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১ শিশু সমেত তিন জনের। আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের শেষে হুড়োহুড়িতে বহু মানুষ পদপিষ্ট হয়ে যান। পায়ের চাপে পড়ে এক শিশু ও দু’জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার পরে এই ঘটনা ঘটে। 
পুলিশ জানিয়েছে, এই অনুষ্ঠানের জন্য তাদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারিও। জানা যাচ্ছে শুভেন্দু নিজেও বেশ কয়েকজনের হাতে কম্বল তুলে দেন বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন। কিছুক্ষণ সেখানে কাটিয়ে ওখানে থেকে চলে আসেন। স্থানীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারী চলে আসার পর‌ই কে আগে শীতবস্ত্র নেবে তাই নিয়ে শুরু হয় ঠেলাঠেলি। কয়েক হাজার মানুষের মধ্যে তা ক্রমেই ধস্তাধস্তিতে পৌঁছায়। 
 আসানসোল পুলিশ সূত্রে খবর, বিজেপি ওই অনুষ্ঠানের অনুমতি নেয়নি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই অনুষ্ঠানের অনুমতি নেননি শুভেন্দু অধিকারী। .কম্বল বিতরণের নামে, অধিকারী বিপুল সংখ্যক লোককে একটি জায়গায় ডেকেছিলেন। ঠেলাঠেলি বাড়তে বাড়তে মারাত্মক গোলমালের সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে অনেকেই মাটিতে পড়ে যান। আর তার পরই পদপিষ্ট হন অনেকে। গুরুতর আহত অবস্থায় অনেককেই দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই বৃদ্ধাকে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। স্থানীয় এক বেসরকারি হাসপাতালে এক শিশুকেও মৃত বলে ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad