মণিপুর স্টাডি ট্যুরের বাস দুর্ঘটনার কবলে, ৭ জন পড়ুয়ার মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ স্টাডি ট্যুরে গিয়ে আর ফিরতে পারলো না, বেশ কিছু স্কুল পড়ুয়া। আজ মণিপুরের নোনি জেলায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ৭ জন পড়ুয়া নিহত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে ইয়ারিপোকের থাম্বালু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে দুটি বাস স্টাডি ট্যুরে খুপুমের দিকে যখন যাচ্ছিল, তখন দুর্ঘটনাটি ঘটে। নোনিতে বাস দুর্ঘটনায় নিহত ছাত্রদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এদিন, জেএনআইএমএস-এ গিয়ে এদিন ওল্ড কাছাড় রোডে দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে দেখা করেন। এক টুইটে তিনি বলেন, "আমি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আশ্বাস দিই যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।" জানা গেছে, ইয়াইরিপোকের থাম্বালু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি পড়ুয়াদের বার্ষিক স্টাডি ট্যুরে নিয়ে যাচ্ছিল। এটি টুবুংয়ের লেইমাটাক সেতুর কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়।
ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), বিধায়ক এবং মেডিকেল টিম ওল্ড কাছাড় রোডে দুর্ঘটনাস্থলে যায় উদ্ধার কাজে সহায়তা করার জন্য। ঘটনাস্থলেই পাঁচ ছাত্রের মৃত্যু হলেও হাসপাতালে আনার পর আরও দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্ঘটনায় আরও ২০ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানানোয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজধানী ইম্ফল থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে ছিল এই দুর্ঘটনাস্থল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad