হারানো সংস্কৃতি ধরে রাখতে ঘোড়ায় চড়ে বিয়ে করতে এলেন বর

বিশ্বজিৎ মন্ডল, ভয়েস ৯,ঢাকা: তবে হারানো সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে এবং নিজের বিয়েকে আনন্দঘন ও বৈচিত্র্যময় করে তুলতে ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করেছেন ফরিদপুরের হেমায়েত হোসেন নামের এক তরুণ। তিনি ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামের চান মাতুব্বরের ছেলে ও পেশায় একজন সরকারি চাকরিজীবী। 
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী সোনাপুর গ্রামের রিজু ফকিরের বড় মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় হেমায়েত হোসেনের। এলাকাবাসীরা জানান, বর হেমায়েত হোসেনের বাড়ি থেকে কনে সাদিয়ার বাড়ি দুই থেকে তিন কিলোমিটারের পথ। পুরো পথ ঘোড়ার পিঠে চড়ে কনের বাড়িতে পৌঁছান হেমায়েত। ঘোড়ার পিঠে চড়ে বড় এসেছে এমন খবরে রাস্তার দুই পাশে জড়ো হন উৎসুক জনতা। কনের বাড়ির লোকজন তাকে সাদরে গ্রহণ করে নেন। যদিও কনেকে ফুল দিয়ে সাজানো প্রাইভেটকারে নিয়ে যান বর। 
বর হেমায়েত হোসেন বলেন, দিনটি স্মরণীয় করে রাখতে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার ইচ্ছা ছিল। শখ পূরণে এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করা হয়। এতে আমাদের অনেক আনন্দ হয়েছে। কনের বাবা রিজু ফকির জাগো নিউজকে বলেন, ধুমধামের সঙ্গে বড় মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছাটা পূরণ হয়েছে। জামাই ঘোড়ায় চড়ে আসায় বাড়তি আনন্দ পেয়েছি। দোয়া করি, তাদের দাম্পত্য জীবন সুন্দর হোক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad