Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

গুজরাটের সুরাটে ওড়িশার এক মহিলাকে ৪৯ বার ছুরিকাঘাত করে খুন করল প্রেমিক

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভুবনেশ্বর থেকে আসা এক মহিলা লুনি দাসের ভাগ্যে জুটলো ৪৯ বার নির্মম ছুরির আঘাত। আর তারপর মৃত্যু। আর এই আঘাত করলো তার প্রেমিক যার সঙ্গে তিনি ৩ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক রেখেছিলেন। জানা গেছে, ১৫ ডিসেম্বর সুরাটের অঞ্জনি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে লুনি দাসের দেহ একাধিক ছুরিকাঘাতে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, জগন্নাথ গৌড় নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লুনি দাস বিয়ের জন্য জোর করলে তাঁকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে অভিযুক্ত। তিনি দু সপ্তাহ আগে ভুবনেশ্বরে এসেছিলেন এবং মেয়েটির সঙ্গে সুরাটের যাবার জন্য পুরী-আহমেদাবাদ এক্সপ্রেসে উঠেছিলেন। এরপর লুনিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে গৌড়া। গৌড়া তার উপর এতটাই বিরক্ত হয়েছিলেন যে তিনি তাকে ৪৯ বার ছুরিকাঘাত করেছিলেন।
 সুরাটের যুগ্ম পুলিশ কমিশনার শরদ সিঙ্ঘল জানান, "৫০০ টি সিসিটিভি ফুটেজ এবং কল ডিটেইলস স্ক্যান করার পরে, আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। আমরা শীঘ্রই এই মামলার চার্জশিট দাখিল করব। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন এবং অপরাধ করার সময় খুব রাগান্বিতও ছিল। মেয়েটির বেঁচে থাকার কোনও সুযোগ নেই তা নিশ্চিত করার জন্যএকাধিক ছুরিকাঘাত করতে থাকেন।"

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad