উত্তরপ্রদেশের উন্নাওয়ে ট্রাক দুর্ঘটনা, জীবন্ত পুড়ে মৃত্যু ৩ জনের


নিউজ ডেস্কঃ শনিবার উন্নাও জেলার আজগেইনের কাছে কানপুর-লখনৌ মহাসড়কে দুই ট্রাক চালক ও একজন ক্লিনারসহ তিনজন জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়। 
পুলিশ সূত্রে খবর, জগদীশপুর গ্রামের কাছে পাথরের নুড়ি ও লাল বালি বোঝাই দুটি ডাম্পার দুর্ঘটনার কবলে পড়ে। কাঠ বোঝাই আরেকট বালি বোঝাই ট্রাক পেছন থেকে একটিতে ধাক্কা মারে। গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর, তিনটিতেই আগুন লেগে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে, কাঠ বোঝাই ট্রাকের চালক এবং জালাউনের দুই ভাই একটি ডাম্পারের চালক ও ক্লিনার জীবন্ত দগ্ধ হন। সার্কেল অফিসার হাসানগঞ্জ দীপক কুমার জানান, একটি ডাম্পারের চালক ব্রেক চাপেন। তখন পিছন থেকে আসা আরও দু্টি ট্রাক তার গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কাঠের কারণে আগুন লেগে যায়। 
পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।নিহতদের নাম বলবীর কুশওয়াহা ও জালাউনের সতীশ কুশওয়াহা এবং কানপুরের ফজলগঞ্জের পাপ্পু সিং পুরান। এই দুর্ঘটনার পর মহাসড়কে মাইলখানেক লম্বা যানজট সৃষ্টি হয়। পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad