অন্ধ্রপ্রদেশে 'অবতার ২' দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার পেড্ডাপুরম শহরে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'অবতার ২' দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ব্যক্তি। আর তার মৃত্যু স্মরণ করিয়ে দিল ২০১০ সালের আর একটি ঘটনা। 
সেবার সদ্য মুক্তিপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত 'অবতার' চলচ্চিত্রের প্রথম অংশটি দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক ব্যক্তি। জানা গেছে, লক্ষ্মীরেড্ডি শ্রীনু নামে ওই ব্যক্তি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অবতার ২ দেখতে তার ভাই রাজুর সঙ্গে পেদ্দাপুরমের একটি সিনেমা হলে গিয়েছিলেন। সিনেমার মাঝপথেই ভহৃদ্রোগে আক্রান্ত হন শ্রীনু। ছোট ভাই রাজু তৎক্ষণাৎ তাকে পেদ্দাপুরম সরকারী হাসপাতালে নিয়ে যা্ন, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। লক্ষ্মীরেড্ডি শ্রীনুর এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
 আরেকটি দুঃখজনক ঘটনায়, তাইওয়ানের ৪২ বছর বয়সী এক ব্যক্তি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত 'অবতার' চলচ্চিত্রের প্রথম অংশটি দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যে ডাক্তার তাকে পরীক্ষা করেছিলেন তার মতে, "সিনেমা দেখার অতিরিক্ত উত্তেজনা" তার হৃদরোগের কারণ ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad