Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

আজ সন্ধ্যায় নেপালে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত

ভয়েস ৯, কাঠমান্ডুঃ আজ সন্ধ্যায় মধ্য নেপালের কাভরেপালানচোক জেলায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। ২০ জন আহতকে বানেপা-ভিত্তিক শিয়ের মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসে মোট কতজন যাত্রী ছিলেন, সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায় নি। পুলিশ জানিয়েছে, একটি রিজার্ভ বাস এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লে আরও প্রায় ২২ জন আহত হয়েছেন। জেলা পুলিশ কার্যালয়ের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ, ধুন্ডি রাজ নুপানে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং আরও দু'জন আহত হয়ে হাসপাতালের পথে মারা যান।
বেথনচক গ্রামীণ পুরসভার চেয়ারম্যান ভগবান অধিকারী জানিয়েছেন, রিজার্ভ বাসটি বানেপা পুরসভা-১৯ থেকে গ্রামীণ পুরসভার চটলটিতে 'ব্রতবাঁধ' (তপস্যায়) অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া লোকজনকে নিয়ে যাচ্ছিল। জেলা পুলিশ কার্যালয়ের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট রেশম বোহোরা জানিয়েছেন যে এই ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, দুর্ঘটনায় আহত ২২ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, "আহত নয়জন বানেপা-ভিত্তিক শিয়ের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন, আহতদের মধ্যে একজনকে মধ্যপুর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত দু'জন কাঠমান্ডুর অন্নপূর্ণা নুরো হাসপাতালে চিকিৎসাধীন, আরও নয়জন ধুলিখেল হাসপাতালে চিকিৎসাধীন এবং আহত এক যাত্রী ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন," বলেন বোহোরা। পুলিশ জানিয়েছে যে তারা এখনও বাসে যাত্রীর সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad