Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

শুধু ছাত্র-ছাত্রীদের নয়, এলাকাবাসীর মন মাতিয়ে দিল তারকেশ্বর ডিগ্রি কলেজের বাৎসরিক সাংষ্কৃতিক অনুষ্ঠান


নিজস্ব প্রতিনিধিঃ
বছর শেষে এই আনন্দটা পাওনা ছিল তারকেশ্বর ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের। ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র সংগঠন ও স্থানীয় বিধায়ক রামেন্দু সিংহরায় এর উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক সাংষ্কৃতিক অনুষ্ঠান শুধু ছাত্র-ছাত্রীদের মন ভরালো না, ভরিয়ে দিল তারকেশ্বরবাসী তথা বাইরে থেকে আগত সংগীতপ্রেমী মানুষের হৃদয়। 
করোনার কারণে বিগত বছরগুলিতে কিছুটা বাধার মধ্য দিয়ে পালিত হয়েছিল নবীন বরণ অনুষ্ঠান, কিন্তু এ বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাধা মানেনি আনন্দপ্রিয় মানুষেরা। সুর আর আনন্দের জোয়ার ভেসে গেছে গতকাল ডিগ্রি কলেজের মাঠ।

 
দিন শুরু হয়েছিল ‘নবীন বরণ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠানের সূত্রপাত করেন তারকেশ্বর মঠ ও মন্দিরের মহন্ত মহারাজ। তার সুললিত ভাষণের মধ্য দিয়ে শুরু হয় ২০২২ বাৎসরিক সাংষ্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, স্থানীয় কাউন্সিলর, ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমলকান্ত হাটি প্রমুখ।

 
দুপুর থেকে সন্ধ্যা গড়াতেই ঢল নেমেছিল শ্রোতাদের। ছাত্র-ছাত্রীদের ভিড় ছাপিয়ে গিয়েছিল সঙ্গীত-প্রেমী মানুষে। পুরানো দিনের গান, লোকগীতি, রবীন্দ্র-সঙ্গীতের পথ পেরিয়ে আধুনিক ব্যান্ডের ছোঁয়ায় মন ভরে গিয়েছিল কানায় কানায়। এসেছিল ‘ট্র্যাপড- বি প্ল্যান’। ছিলেন টিনা ঘোষাল। ফলে, আগ্রহ ছিল স্থানীয় ব্যান্ড-সঙ্গীত-প্রেমী মানুষজনদের।
    

এদিনের অনুষ্ঠান সাজানো হয়েছিল সব ধরণের শ্রোতাদের কথা মাথায় রেখেই। লোকগীতির সঙ্গে পুরানো দিনের হিন্দি-বাংলা গানের সঙ্গে শীতের দুপুর, সন্ধ্যা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। রঙ্গীন আলো, সুরের মোহময়ী রূপ আর সঙ্গীত-প্রেমীদের উল্লাসে শেষ হয়েছিল ২০২২ এর তারকেশ্বর ডিগ্রি কলেজের বাৎসরিক সাংষ্কৃতিক অনুষ্ঠান।
  

ছবিঃ রোহন চক্রবর্তী

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad