রঙমেলা কমিটির রংবাহারী সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকলা প্রদর্শনী ও বই-প্রকাশ

ভয়েস ৯, কলকাতা ব্যুরোঃ মাঘের শীতের সন্ধ্যা উষ্ণ হয়ে উঠেছিল রঙমেলা কমিটি নিবেদিত বেরঙিন কলম আয়োজিত শিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। একদিকে তারুণ্যের উদ্দাম কবিতা-সংকলন প্রকাশ, অন্যদিকে নৃত্যে-গীতে ভরপুর তিনটে দিন। সবমিলিয়ে বেরঙিন কলম থেকে নির্গত হল রঙের ঝর্ণাধারা।
গত ২৩, ২৪ এবং ২৫ জানুয়ারি এই রংবাহারের আয়োজন করা হয়েছিল হাতিবাগানে নটি বিনোদনী আর্ট গ্যালারীতে। দর্শকের ভালোবাসায় তিনটে দিন ছিল ভরপুর। শেষের দিন আকাশ পাইন ওরফে "অব্যয়" এর লেখা কবিতা ‘ফেরারি ইস্তেহার’ প্রকাশিত হল। বিশিষ্ট হিন্দি ও বাংলা ভাষার কবি মুরলী চৌধুরী, সাহিত্যিক রনিত ভৌমিক এবং দেবাঞ্জন দে র হাতে প্রকাশিত হল এই সংকলন।
মনের অনেক খোরাকই ছিল এই অনুষ্ঠানে। আবৃতি, নৃত্য, সঙ্গীত, চিত্রকলা প্রদর্শন। এই দিনগুলিতে উপস্থিত ছিলেন বঙ্গ সাহিত্য কুটিরের প্রকাশক সমিতেন্দ্র ভট্টাচার্য, ইন্দ্রজিৎ নারায়ণ, বরুণ সাহা, বাপ্পাদিত্য মাঝি, শ্রীতমা বৈদ সহ কমিটির সদস্যরা মলয় খামরই, দীপ দাস, ভাস্বতী মন্ডল ঐশিক দত্ত এবং সুরাঙ্গনা চক্রবর্তী ছাড়া আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad