মৃত বাঘের হাড় দিয়ে অবয়ব তৈরি করেছে বনবিভাগ

ভয়েস ৯, ঢাকা ব্যুরো: দীর্ঘ এক বছর চেষ্টায় বাঘের একটি অবয়ব (স্কেলিটন) তৈরি করেছেন বাগেরহাটের বনবিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। ২০২২ সালের ২৯ জানুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় বয়সজনিত কারণে মারা যাওয়া বাঘটির চামড়া ও হাড় দিয়ে এ অবয়ব তৈরি করা হয়। 
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘটি মারা যাওয়ার পর এর স্কেলিটন তৈরির উদ্যোগ নেয় বনবিভাগ। এরপর থেকে কাজ শুরু করে পুরো এক বছর লেগেছে মেডিসিন দিয়ে চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে স্কেলিটন তৈরি করতে। তিনি জানান, চামড়া ও স্কেলিটন দীর্ঘস্থায়ী করার জন্যই ধাপে ধাপে প্রক্রিয়াজাত করা হয়েছে। এতে লম্বা সময় লেগেছে। ভবিষ্যতে বাঘের এ চামড়া ও কঙ্কালের স্কেলিটন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য মোংলা করমজল ইন্টারপিটিশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad