৭০৩ বছর পর ত্রিবেণী তীর্থে মহাকুম্ভ স্নান ও মেলা উপলক্ষে ভূমি পূজন
1/02/2023 11:04:00 AM
0
সপ্তগ্রাম বিধানসভার ত্রিবেণী ফুটবল প্রাঙ্গনে ৭০৩ বছর পর ত্রিবেণী তীর্থে মহাকুম্ভ স্নান ও মেলা উপলক্ষে গতকাল ভূমি পূজন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌঁরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী,সহ কাউন্সিলার গণ,এবং বিভিন্ন মঠের মহারাজগণ।
এছাড়া, গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে রোগীদের মধ্যে ফল ও কম্বল বিতরণ করেন। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিল্পী চ্যাটার্জী, শিক্ষা সেলের সভাপতি শিল্পা নন্দী সহ অন্যান্যরা।