দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে এসইউভি-র সংঘর্ষে মৃত ৩, আহত ৩
2/23/2023 09:25:00 AM
0
ভয়েস ৯, ভুবনেশ্বরঃ গতকাল ওড়িশার কেনঝাড় জেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে একটি এসইউভি-র সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন জেলার ভদ্রসাহি বিজু হোটিং এলাকার অর্জুন মুন্ডা, রাঁচি মুন্ডা ও জুরিয়া মুন্ডা।
ঘটনাটি ঘটেছে কেনঝাড় জেলার রুগুড়ি থানার অন্তর্গত বারাবাঙ্কা ঘাট রোডের কাছে ৫২০ নম্বর জাতীয় সড়কে। আহতদের কেঁওঝাড়ের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।