আজ এই মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকরা।
আর এ ব্যাপারে বিধি তৈরি করবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপাররা এ ব্যাপারে তালিকা পাঠাবেন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে। সেখান থেকেই ঠিক হবে কারা কনস্টেবল হতে যাচ্ছেন। আজ নবান্ন থেকে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বভাবতইঃ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের এই ঘোষণায় খুশি সিভিক ভলান্টিয়াররা। কারণ, অনেকের বয়স বেড়ে যাওয়ায় তারা ভবিষ্যতের দিশা খুজে পাচ্ছিলেন না। রাজ্যের এই সিদ্ধান্ত তাদের কাজে আরো মনযোগী করবে বলে সংশ্লিষ্ট দপ্তরের আশা।