উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারও আই স্ক্যানার এবং ই-পস মেশিনের সঙ্গে ওজন যন্ত্র চালু করতে বলছে। তবে, এখনি সর্বত্র না হলেও কিছু মডেল দোকানে নতুন ব্যবস্থা চালু করার কথা বলেছে কেন্দ্র। জানা গেছে, রাজ্য সরকার ২১ হাজার রেশন দোকানকে দ্রুত এই ব্যবস্থার আওতায় আনতে চাইছে।
পূর্বের নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে হাতের আঙুলের ছাপ স্ক্যান করে রেশন দেওয়া হতো। সে ক্ষেত্রে রেগিস্টার করা মোবাইল ফোনে একটি ওটিপি যেত। এ ভাবেই যাচাই হতো গ্রাহকের পরিচয়। এপ্রিল থেকে এই নিয়মে বদল হচ্ছে।
জানা গেছে, রেশন গ্রাহকদের ‘আইরিস’ স্ক্যান করে পরিচয় যাচাই ব্যবস্থার জন্য রাজ্য সরকারের অতিরিক্ত কোন খরচ হবে না। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা মেশিন বসানোর খরচ বহন করবে। খাদ্য দপ্তরের আশা, এর ফলে আধার যাচাই যেমন দ্রুত হবে, তেমনি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে।