বিয়ে বাড়িতে খাবার নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৬
2/18/2023 08:43:00 AM
0
ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের রাজশাহীর পবায় বিয়ে বাড়িতে খাবার ও বসা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে কিসমত কুখন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবার ও বসা নিয়ে স্থানীয়দের সঙ্গে আত্মীয়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tags