রবীন্দ্রনাথ ঠাকুরের বিতর্কিত ভাস্কর্যের গুম হওয়া মাথা মিলল সোহরাওয়ার্দি উদ্যানে

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপন করা রবীন্দ্রনাথের বিতর্কিত ভাস্কর্যটি গতকাল বিকালেই উধাও হয়ে যায়। এর ২৪ ঘন্টা বাদে হদিশ মিলল গুম হয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিতর্কিত ভাস্কর্যের। 
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে সোহরাওয়ার্দি উদ্যানে ভাস্কর্যটির খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভাস্কর্য নির্মাণের সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তাঁরা গিয়ে দেখেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে রবীন্দ্র-ভাস্কর্যের মাথা। ভাস্কর্যটি নির্মাণের সঙ্গে জড়িত শিমুল কুম্ভকারের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানিই এমন অপকর্মের পিছনে রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রক্টর।
দেশজুড়ে চলা সেন্সরশিপের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের রাস্তায় হেঁটে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র চত্বরে রাজু ভাস্কর্যের পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য স্থাপন করে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের এক দল পড়ুয়া। 
মুখে নীল রঙের টেপ, হাতে পেরেকবিদ্ধ রক্তাক্ত গীতাঞ্জলি হাতে কবিগুরুর ওই ভাস্কর্য ঘিরে শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে ভাস্কর্যটিকে আর দেখা যায়নি। পড়ুয়ারা অভিযোগ করেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশই গুম করেছে রবীন্দ্র ভাস্কর্যটিকে। প্রতিবাদ জানিয়ে পড়ুয়ারা ভাস্কর্য রাখার জায়গাটিতে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ লেখা ব্যানার ঝুলিয়ে দেয় তাঁরা। 
 পাশাপাশি রাতারাতি উধাও হয়ে যাওয়া ভাস্কর্যটি খোঁজাখুঁজিও শুরু করে দেয়। যদিও বৃহস্পতিবার দিনভর বহু চেষ্টা চালিয়েও ভাস্কর্যের খোঁজ পাওয়া যায়নি। এদিন বিকেলে সোওরাওয়ার্দি উদ্যানে একটি ঝুপড়ির পাশে রবীন্দ্র ভাস্কর্যের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad