আসাম ও পশ্চিমবঙ্গে ১২৫টি গণ্ডার হত্যার দায়ে গ্রেফতার চোরা-শিকারীর পান্ডা
10:52:00 PM
0
রায়া গুপ্তা, শিলিগুড়িঃ শেষপর্যন্ত রাজ্য পুলিশ ও বনদপ্তরের হাতে ধরা পড়ল গন্ডারের চোরা-শিকারের পান্ডা। অভিযোগ, লেকেন বসুমাতারি নামে ওই ব্যক্তি এই রাজ্যের জলদাপাড়া, গোরুমারা ফরেস্টএবং আসামের কাজিরাঙ্গা ফরেস্টে ১২৫টিরও বেশি গণ্ডার হত্যা করেছে
পশ্চিমবঙ্গ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাকে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ বছর ধরে ন্যাশানাল রিজার্ভ ফরেস্টে গণ্ডার হত্যার প্রায় সব ক্ষেত্রেই লেকেন বসুমাতারি ও তার দলবল জড়িত ছিল। তদন্তে পুলিশ জানায়, ২০২১ সালের এপ্রিলে গণ্ডার শিকারের সর্বশেষ ঘটনাতেও লাকেন বসুমাতারি জড়িত ছিলেন।
একই ঘটনায় লেকেন বসুমাতারির এক ঘনিষ্ঠ সহযোগীকে তিনটি রাইফেল ও তাজা কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছিল, লেকেন গন্ডারের শিংটির একটি অংশ কেটে পালিয়ে যায়।
Tags