আসামঃ বুনো হাতি পায়ে পিষে মারল এক সেনা জওয়ানকে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আসামের এক সেনা-ছাউনিতে এক সেনা জওয়ানকে হত্যা করল একটি বুনো হাতে। ঘটনাটি ঘটেছে গুয়াহাটি শহরের পূর্ব অংশে অবস্থিত নারেঙ্গি সেনানিবাসে। এই সেনানিবাসটি আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন। এক সময় এটি ওই অরণ্যের অংশ ছিল, ফলে যাতায়াত ছিল বুনো হাতিদের। শনিবার সন্ধ্যায় এই রকম এক বুনো হাতি ঢুকে পরে ছাউনিতে। 
 দু নম্বর অ্যাডভান্সড বেস অর্ডিন্যান্স ডিপোর (এবিওডি) জওয়ান খামলিয়ান কাপ তখন ডুটিতে ছিলেন। হাতিটিকে তিনি তাড়াতে গেলে, সে ঘুরে দাঁড়ায় আর আক্রমণ করে ওই সেনা কর্মিকে। হাতির আক্রমণে তিনি গুরুতর জখম হন। এরপর, অন্যান্য সেনারা তাকে তৎক্ষণাৎ বশিষ্ঠ এলাকার বেস হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। 
আধিকারিকরা জানিয়েছেন, আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে প্রায়শই হাতি বের হয় এবং অতীতে ক্যান্টনমেন্ট এলাকার কাছে হাতিগুলিকে ঘুরে বেড়াতে দেখা গেছে, তবে তারা কখনও এভাবে আক্রমণ করেনি। তবে, সেনানিবাসের অভ্যন্তরে, বিশেষত থিমাইয়া এবং মানেকশ রাস্তায় চলাচলের সময় সতর্কতা অবলম্বন করার জন্য একটি মৌখিক পরামর্শ জারি করেন আধিকারিকরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad