Hot Widget

Type Here to Get Search Results !

Advt 720

একবছর ধরে সংষ্কারঃ সিঙ্গাপুরের প্রাচীনতম হিন্দু মন্দিরে ২০ হাজার মানুষের ভক্তি নিবেদন

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ বহুসংষ্কৃতির দেশ সিঙ্গাপুরে এক বছর পর খুলে গেল ২০০ বছরের প্রাচীন শ্রীমারিয়াম্মান মন্দিরের দরজা। দীর্ঘ এক বছর ধরে মন্দিরের সংষ্কার চলছিল। সেই কাজ শেষ হওয়ার পর এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের জন্য আবার খুলে গেল শ্রীমন্দির। ভোরের বৃষ্টিকে আমল না দিয়ে প্রায় ২০ হাজার ভক্ত পুজো দিলেন মন্দিরে। 
জানা গেছে, এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্বাবিশেগম নামে পরিচিত। প্রতি ১২ বছর পর পর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পরে ৪৮ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জানা গেছে, ৩.৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার ব্যয়ে এই সংষ্কারের কাজ শেষ হয়। 
ভারতের ১২ জন বিশেষজ্ঞ ভাস্কর এবং সাতজন ধাতু ও কাঠের কারিগর এই কর্মে নিযুক্ত ছিলেন। তারা মন্দিরের মূল রঙ এবং কাঠামো বজায় রেখে গর্ভগৃহ, গম্বুজ এবং সিলিং ফ্রেস্কোগুলিতে কাজ করেন। সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী লরেন্স ওং এক ফেসবুক পোস্টে বলেন, "এটি বহুসাংস্কৃতিক দেশ। সিঙ্গাপুরে বসবাসকারী এক সম্প্রদায় সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য একত্রিত হয়। 
ওং, যোগাযোগ ও তথ্য মন্ত্রী জোসেফিন টিও, পরিবহন মন্ত্রী এস ঈশ্বরন এবং বুকিত বাটোকের সাংসদ মুরালি পিল্লাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies