একের পর এক ভূমিকম্পঃ আজ মধ্য ফিলিপাইনের মাসবাতে অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প
12:09:00 PM
0
ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ আজ মধ্য ফিলিপাইনের মাসবাতে অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রদেশের প্রধান দ্বীপ মাসবাতেতে উসন পৌরসভার মিয়াগা গ্রাম থেকে ১১ কিলোমিটার দূরে। স্থানীয় সময় রাত ২টার পর শক্তিশালী ও অগভীর ভূমিকম্পটি আঘাত হানে।
জানা গেছে, মাসবাতে শিক্ষা বিভাগ প্রদেশে "ক্রমাগত আফটারশক অনুভূত হওয়ার" কারণে বৃহস্পতিবারের জন্য ক্লাস স্থগিত করেছে বলে জানা গেছে।
মাসবাতে প্রাদেশিক পুলিশ প্রধান রোলি আলবানা বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'এটি বেশ শক্তিশালী ছিল। রোলি আলবানা বলেন, 'আমি যখন ঘুমিয়ে ছিলাম তখন আমরা কেঁপে উঠেছিলাম। উসনের পুলিশ প্রধান ক্যাপ্টেন রেডেন টোলেদো বার্তা সংস্থা এএফপিকে বলেন, কিছু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।