ভয়েস ৯, নিউজ ডেস্কঃ সিকিম ও আসামের পর আজ মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে সকাল ৯টা ২৬ মিনিটে ৩.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইটবার্তায় জানিয়েছে, '৩.৯ মাত্রার ভূমিকম্পটি আজ ০৯:২৬:২৯ ভারতীয় সময়ে আঘাত হানে। এটির গভীরতা: ৪৬ কিমি, অবস্থান: পূর্ব খাসি পাহাড়, মেঘালয়, ভারত।
গতকাল, নিউজিল্যান্ডে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
ভূমিকম্পটি পারাপারাউমু থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ৫৭.৪ কিলোমিটার। এতে কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। ৬.৩ মাত্রার ভূমিকম্পের ২০ মিনিট পর দেশটিতে ৪.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। অন্যদিকে রবিবার আসামের নগাঁও এ ভূমিকম্পের পর সিকিমে ভূমিকম্প হয়েছিল।
ফলে হিমালয় পার্বত্য এলাকা সহ আসামের মানুষজনের মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে। আর এর কারণ সম্প্রতি সিরিয়া ও তুর্কিতে ভয়াবহ ভূমিকম্পের পরিণতি।
ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল গুয়াহাটি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে, মধ্য আসামের হোজাইয়ের কাছে।
অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে সোমবার ভোররাতে সিকিমে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির এপিসেন্টার ছিল পশ্চিম সিকিম জেলার ইউকসোম থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।