ভাইজাগ-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেস হায়দ্রাবাদের কাছে লাইনচ্যুত

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সকালে বড় ধরণের দুর্ঘটনা এড়ালো ভাইজাগ-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেস। যদিও গোদাবরী এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে, তবে কোন প্রাণহাণ্ন র ঘটনা না ঘটায় স্বাস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা ও রেলমন্ত্রক। 
জানা গেছে, আজ ভোরে হায়দরাবাদের কাছে বিবিনগর এবং ঘাটকেসারের সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হলেও একটি বড় বিপর্যয় এড়ানো গেছে। 
১২৭২৭ নম্বর ট্রেনের S1 থেকে S4, GS এবং SLR কোচগুলি মেদচাল মালকাজগিরি জেলার ঘটকেসার রেলওয়ে স্টেশনের সীমানার কাছে NFC নগরের কাছে লাইনচ্যুত হয়েছে।
যদিও লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তখন ঘুমাচ্ছিলেন। বিপদের সম্ভাবনা বুঝে অনেকেই ট্রেন থেকে লাফিয়ে পড়েন।
 তবে, ট্রেনটি তখন কম গতিতে চলছিল, ফলে বড় দুর্ঘটনা ঘটেনি। তাই, কোনও হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad