মাঝ-নদীতে কুমীরকে বোকা বানিয়ে জীবনের জন্য লাফ হরিণের

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বাংলায় একটা প্রবাদ আছে –‘রাখে হরি মারে কে? আর মারে হরি রাখে কে?’ মাঝনদীতে এসে একটা হরিণ প্রমান করল, মৃত্যু না থাকলে বেচে ফেরা যায়। মৃত্যুও মাঝে মাঝে বোকা বনে যায়, জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর। জঙ্গলের নিয়মে খাদ্য আর খাদকের এই জীবন-সংগ্রাম  ধদরা পড়ল, এক নৌকাযাত্রীর ক্যামেরায়। 


 মৃত্যু এড়ানোর সম্ভাবনা যখন পুরোপুরি অন্যের উপর নির্ভর করে, তখন জলে ডুবে থাকা কুমিরের নির্দয় দাঁত থেকে বাঁচার সম্ভাবনা খুবই কম। তবে, হরিণের ও কুমীরের একটি ভিডিও সম্প্রতি নেট-মাধ্যমে ভাইরাল হয়েছে যা "জীবনের লাফ" নামে সামাজিক মাধ্যমগুলিতে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নদীর মাঝখানে একটি কুমিরকে পরাজিত করে নিজেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল একটি হরিণ। 
ভিডিওতে দেখা যায়, হরিণটি নদীর জলের উপর ঝাঁপাতে ঝাঁপাতে তীরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তার পিছনে তাড়া করে আসছে একটি কুমীর। এই ভিডিওটি নৌকায় থাকা একদল লোক রেকর্ড করেছিল। যাইহোক, ক্যামেরা জুম করার সঙ্গে সঙ্গে দেখা যায় কুমিরটি হরিণকে তাড়া করতে করতে প্রায় ধরে ফেলেছে।


এক অসম লড়াই। একজন জলের প্রাণী, অন্যজন ডাঙ্গার। কিন্তু, কুমীরটি কামড় বসানোর আগেই হরিণটি জীবনের জন্য শেষ লাফ দিয়ে এড়িয়ে যায়, কুমীরের মৃত্যু-দাঁত। সাহসী হরিণ কুমিরটি সঠিকভাবে ধরার আগেই বাতাসে ঝাঁপিয়ে পড়ে। কুমিরটি দ্রুত তাকে অনুসরণ করে, কিন্তু হরিণটি তখন অনেক দূরে। কিছুক্ষণ সাঁতার কাটার পর হরিণটি ধীর গতিতে চলে যায়। 
হরিণটি নদীর তীরে পৌঁছানোর পর ঘাসের মধ্যে অদৃশ্য হয়ে যায়। হতাশ কুমীর ডুব দেয় জলে। এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ক্লিমেন্ট বেন আইএফএস।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad