গ্রাহকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকিং এজেন্ট
9:39:00 PM
0
ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাগেরহাটে গ্রাহকের দেড় কোটি টাকা নিয়ে পালিয়েছেন এক ব্যাংকিং এজেন্ট। খবর পেয়ে রোববার দুপুর থেকে গ্রাহকরা সদর উপজেলার যাত্রাপুর বাজারে এই ব্যাংকের কার্যালয়ে ভিড় করেন। জমা রাখা টাকা দাবি করেন গ্রাহকরা।
গ্রাহকদের দাবি, এজেন্ট ব্যাংকিং আউটলেটে টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। জমা রশিদও দেওয়া হয়েছিল। কিন্তু উদ্যোক্তা হাদিউজ্জামান হাদি এই টাকা মূল শাখায় জমা না দিয়ে নিজে আত্মসাত করেছেন। হাদিউজ্জামানকে আটক করে টাকা আদায় করার দাবি জানান তারা।
এদিকে হাদিউজ্জামান হাদি ও তার পরিবারের লোকজন কয়েকদিন ধরে এলাকা ছাড়া রয়েছেন। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাগেরহাট শাখার ব্যবস্থাপক এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। এজেন্টের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Tags