Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, এক পুলিশ সদস্য আহত

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তি হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য খায়রুল আলম। বর্তমানে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে এ ঘটনা ঘটে। উপপরিদর্শক জাহিদুর রহমান বাদল বলেন, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও ১৪ এপিবিএন ইরানি পাহাড় পুলিশ, ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে ৫-৬ জন পুলিশ সদস্য টহল দিচ্ছিল। সন্ধ্যার সময় তারা পাহারাদার ও ভলান্টিয়ারদের ডিউটি চেক করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলার চামড়ায় লেগে বেরিয়ে যায়। এতে তার গলার ডান পাশে জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প ব্যারাকে রাখা হয়। এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন। ১
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, টহলরত অবস্থায় এমন অজ্ঞাত হামলা সবাইকে হতবাক করেছে। ভাগ্য সহায় ছিল বলে কনস্টেবল খায়রুলের গলার ডান পাশে হালকা ক্ষত লেগে গুলিটি ছিটকে গেছে। এটা অন্য কিছুও ঘটাতে পারত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad