হুগলি জেলায় শান্তনু ব্যানার্জীর গেস্ট হাউসে ইডি হানা, তল্লাশী শুরু
11:01:00 AM
0
নিজস্ব প্রতিনিধিঃ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের বহিষ্কৃত যুব-নেতা শান্তনু ব্যানার্জীর বলাগড়ের গেস্ট হাউসে আজ হানা দিল ইডির গোয়েন্দারা। একইসঙ্গে ইডির আর একটি দল তদন্ত চালাচ্ছে শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে। ইডি সূত্রে জানা গেছে, ব্যান্ডেলের এই বাড়িটি শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার নামে। বেশ কয়েক বছর আগে এই বাড়িটি জনৈক পুষ্পা মজুমদারের কাছ থেকে কেনা হয় বলে ইডি সূত্রে জানা গেছে। পরে, এটির মালিকানা বদলে প্রিয়াঙ্কার নামে করা হয় বলে জানা গেছে। ইতিমধ্যেই, হুগলি জেলায় শান্তনু ব্যানার্জীর ২০ টি সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলে ইডির দাবি। এর আনুমানিক মূল্য প্রায় ১০-১৫ কোটি টাকা।
আজ সকালে, বলাগড়ে শান্তনুর বিশাল অত্যাধুনিক গেস্ট হাউসে হানা দেয়, ইডির তদন্তকারী গোয়েন্দারা। তাদের সঙ্গে ছিল এক বিশাল সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ঘিরে ফেলে শান্তনুর এই গেস্ট হাউসটি। এরপর, ইডির গোয়েন্দারা গেটের তালা ভেঙ্গে গেস্ট হাউসের ভিতরে প্রবেশ করেন।
এলাকাবাসীর অভিযোগ, এই গেস্ট হাউসে বহু লোক আসতেন। গাড়ি নিয়ে অনেকে সরাসরি ভিতরে চলে যেতেন। তবে তারা বলতে পারছেন না, এরাক কারা। গেস্ট হাউসের অতিথি হতে পারেন, কিংবা শান্তনুর পরিচিতও হতে পারেন। একটা জিনিষ লক্ষ্য করা গেছে, এলাকাবাসীরা শান্তনুর এই গেস্ট হাউসের কথা জানলেও, ভয়ে মুখ খুলতে পারতেন না, বা এর ভিতরে উকি দেওয়ার সাহসও তাদের ছিল না।