Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

বাংলাদেশে দোল পূর্ণিমা পালিত, রঙে ভেসে গেল সব দুঃখ-বেদনা

বিশ্বজিৎ মন্ডল, ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোল পূর্ণিমা বা দোলযাত্রা। পরস্পরকে আবির মাখিয়ে দিনটিকে পালন করেছেন তারা। এ দিন সব ভুলে আনন্দে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।
দোল পূর্ণিমা উপলক্ষ্যে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই এই দোল খেলার উৎপত্তি। হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও অন্য ধর্মের মানুষও এ উৎসবে অংশ নেয়। শিশু-কিশোররাও মেতে ওঠে এই উৎসবে। একে অন্যকে রং মাখিয়ে মেতে ওঠে উৎসব বরণে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad