বান্দরবানে গলায় ফাঁস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল এক নারী চিকিৎসকের দেহ। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
শুক্রবার (১০ মার্চ) রাতে বান্দরবানের লামা উপজেলায় বমুবিলছড়িতে এ ঘটনা ঘটে। ওই চিকিৎসকের নাম সাবরিনা তারানুম মেঘলা। বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বাসিন্দা মোঃ শওকত ও শাহিনা আক্তারের মেয়ে। পরিবার ও প্রতিবেশীর দাবি, বাবার সঙ্গে ঝগড়া করে শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যা করেছেন মেঘলা।
 লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা ওই নারী চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্ত তার আগেই মারা যান তিনি। বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারী চিকিৎসকের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad