Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত ২০

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের রংপুরের পাগলাপীর সদরে ময়না পরিবহন নামে একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
 শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে রংপুর-নীলফামারী সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা দুজনই পুরুষ, তাদের মধ্যে একজনের বয়স ৪৫, অন্যজনের ২৫। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রংপুরের উদ্দেশ্যে নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসে ময়না পরিবহনের বাসটি। বাহনটির গতি ছিল বেশি। গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে জায়গা দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গঙ্গাছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যারা নিহত হয়েছেন তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad