আদালতের নির্দেশ মেনে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা ও দায়িত্ব কী হবে জানালো রাজ্য পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ একাধিকবার সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা ও তাদের কাজের পরিধি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে তাদের ব্যবহার করার। 
এমনকি সংবাদ মাধ্যমের প্রচারিত ফুটেজে লাঠি নিয়ে জনগণকে পেটাতে দেখা গেছে এই সিভিক ভলান্টিয়ারদের। 
 কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তাই জানতে চেয়েছিলেন, এই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা ঠিক কী? এরপর এই বিষয়টি নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন তৈরি করারও নির্দেশ দেন তিনি।
এরপর, আদালতের সেই নির্দেশ মেনে রাজ্য পুলিশ গতকাল একটি সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারে জানানো হয়েছে কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে।
 সেখানে স্পষ্ট বলা হয়েছে, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না। তাদের ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হবে। 
এই ব্যাপারে তারা পুলিশকে সহযোগিতা করবেন। পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্য করবেন সিভিক ভলান্টিয়াররা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad