বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাঃ তারপর দেশজুড়ে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ বসন্ত বিদায়ের সব আয়োজন প্রায় সারা। যদিও খাতায়-কলমে চৈত্র পর্যন্ত বসন্ত থাকার কথা, বাস্তবে সেটা আর হচ্ছে না। চলতি সপ্তাহেই বেশ বড়-সড় পরিবর্তন হচ্ছে আবহাওয়ায়। এরকমই পূর্বাভাষ আবহাওয়া দপ্তরের। 
আগামি কয়েকদিন জেলায় জেলায় হালকা বৃষ্টি-সহ কলকাতায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বুধবার থেকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনারয়েছে বলে জানা গেছে। মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এরপর ১৬ ও ১৭ মার্চ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 

১৩ ও ১৪ তারিখ দার্জিলিঙে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আপাতত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা খুব কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমই থাকবে। 
পশ্চিমবঙ্গের কিছু জেলা এবং বিহার, ঝাড়খণ্ডে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad