হোলি উদযাপনের সময় বিহারের গয়ায় দুর্ঘটনাবশতঃ ভারতীয় সেনার প্রশিক্ষণের গোলা, নিহত ৩

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বিহারের গয়া জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি শেল দুর্ঘটনাবশতঃ জনবহুল এলাকায় পড়ায় তিনজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন। 
একটি প্রশিক্ষণ সেশনের সময় ছোড়া মর্টার শেলটি তার লক্ষ্যের চেয়ে কম দূরে গিয়ে একটি গ্রামের ভিতরে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার। জানা গেছে,মর্টার শেলটি একটি বাড়ির উঠানে পড়েছিল। তখন সেখানে এক দম্পতি হোলি উৎসব উদযাপন করছিলেন। এই ঘটনায় ওই দম্পতির পাশাপাশি এক প্রতিবেশীও নিহত হয়েছেন।


 আহতদের গয়ার অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 গয়ার সিনিয়র পুলিশ সুপার আশিস ভারতী জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বারাচত্তি থানার অন্তর্গত গুলারবেদ গ্রামে। এক আধিকারিক জানিয়েছেন, বুধবার বাড়ির উঠানে শেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গ্রামটি বিহার পাটনা থেকে ৬৫ মাইল দক্ষিণে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের কাছে অবস্থিত।
প্রতীকি চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad