জানা গেছে, ডেবরার বাসিন্দা নকুল জানার বাড়ির সামনে আকাশ থেকে হঠাৎ ১০ কেজি ওজনের একটি বরফের চাঁই পড়ে যায়। এই গ্রীষ্মে তুষারপাতে সবাই হতবাক হয়ে যায়। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মোলিহাটি এলাকার বালাচক এলাকায়।
নকুল জানার বাড়ির সামনে প্রচণ্ড শব্দ করে বরফের টুকরোটি মাটিতে পড়ে যায়। এর ওজন ১০-১২ কেজি বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে, আকাশ থেকে বরফ পড়তে দেখে উত্সাহী গ্রামবাসীরা ছুটে আসেন।
অনেকের দাবি, রাসায়নিক ক্রিয়ার ফলে জলের ফোঁটা জমে যায় এবং সেই বরফের ঘনত্ব বৃদ্ধি পায়। পরে এটা জমাট হয়ে বড়ো টুকরোতে পরিণত হয়।বিজ্ঞানীরা মনে করছেন, এটা একটা প্রাকৃতিক বিষয়।