সৌদি আরবের আসিরে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ সৌদি আরবের আসিরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ ওমরাহ তীর্থযাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় যাওয়ার পথে বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং ব্রেক ফেল হয়ে আগুন ধরে যায়। 
 প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা প্রায় ২৯ জন," রাষ্ট্রীয় অনুমোদিত আল-এখবারিয়া চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে। 
বাসটিতে বিভিন্ন দেশের মানুষ ছিলেন। দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে এই ঘটনা ঘটেছে রমজান মাসে, যখন মুসলমানরা ওমরাহ (তীর্থযাত্রা) করতে যায়।
২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাসের সঙ্গে আরেকটি ভারী গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন বিদেশি নিহত এবং আরও চারজন আহত হন। যাত্রীদের অধিকাংশই সৌদি আরব ও বিভিন্ন দেশের নাগরিক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad