মঙ্গলবার দুপুরে জেলা শহরের কে জাহান মার্কেটের হোটেল জাহান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মোঃ শাহীন ফকির জানান। নিহত মনোজ ভাট (৩৫) ভারতের রাজস্থান রাজ্যের বাসিন্দা।
এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচ ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানান ওসি। আটককৃতরা হলেন- রায় কিশান, ভুশন রাম, জয় পাল, নরেশ কুমার ও বাথ রাডি কুমার।
এদিকে তার শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে ওসি বলেন, তার শয়নকক্ষ থেকেও তেমন কোনো আলামত পাওয়া যায়নি। হার্ট অ্যাটাক তার মৃত্যু হতে পারে।
ওসি শাহীন জানান, মনোজ ভাটের সঙ্গে গত ১৬ ফেব্রুয়ারি ৬২ জনের একটি টিম বাংলাদেশে আসে। এদের মধ্যে মনোজসহ এই ছয়জন ভোলায় এসে এই হোটেলে দুটি রুম ভাড়া নেন।
সোমবার রাতে হোটেলের ২০৬ নম্বর কক্ষে রাতে মনোজের সঙ্গে জয় ও ভুশন ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে ওই কক্ষে তার মৃতদেহ পাওয়া যায়।
তাদের কার্যক্রমের বিষয়ে ওসি বলেন, তারা ভোলার বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের ‘ফ্যানসি আর্ট’ শেখাতেন এবং ৩০ টাকা করে ভারতীয় আর্টের বই বিক্রি করতেন। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানালেন ওসি।