মস্কো বলছে, আদালতের এই পদক্ষেপ অর্থহীন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
শুক্রবার হেগভিত্তিক আদালত এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে শিশুদের অবৈধভাবে নির্বাসন ও রাশিয়ায় স্থানান্তরে পুতিনের জড়িত থাকার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, "এটা বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে যে, পুতিন শিশু অপহরণের জন্য ব্যক্তিগত ফৌজদারি দায় স্বীকার করেছেন, "সরাসরি, অন্যদের সাথে যৌথভাবে এবং / অথবা অন্যদের মাধ্যমে (এবং) বেসামরিক ও সামরিক অধীনস্থদের উপর সঠিকভাবে নিয়ন্ত্রণ প্রয়োগে ব্যর্থতার জন্য যারা এই কাজ করেছেন।
একই ধরনের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে নৃশংসতার কথা অস্বীকার করা রাশিয়া আইসিসির এই পদক্ষেপকে বাতিল বলে প্রত্যাখ্যান করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, 'আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের আইনি দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের জন্য এর কোনো অর্থ নেই।