মেঘালয়ে এনপিপি, ত্রিপুরায় বিজেপি ও আইপিএফ ও নাগাল্যান্ডে এনডিপিপি এগিয়ে
3/02/2023 11:07:00 AM
0
ভয়েস ৯, নিউজ ব্যুরোঃ সকাল ১১ টা ১০ পর্যন্ত প্রাথমিক গণনা অনুযায়ী মেঘালয়ে এনপিপি এগিয়ে ২৫টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে ৭টি আসনে, বিজেপি এগিয়ে ৮টি আসনে, কংগ্রেস ৬টি আসনে এগিয়ে। অন্যান্যরা ১১টি আসনে এগিয়ে রয়েছে। নাগাল্যান্ডে এনডিপিপি এগিয়ে রয়েছে ২১ টি আসনে। ত্রিপুরায় বিজেপি ও আইপিএফ জোট এগিয়ে রয়েছে ৩১টি আসনে। বাম কংগ্রেস জোট এগিয়ে ১৭টি আসনে এবং তিপ্রামথা এগিয়ে ১১টি আসনে। তৃণমূল ০।