অস্ট্রেলীয় পুলিশের গুলিতে তামিলনাড়ুর এক ব্যক্তি নিহত

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনিতে ৩২ বছর বয়সী এক ভারতীয়কে গুলি করে হত্যা করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তামিলনাড়ুর বাসিন্দা মহম্মদ রহমতুল্লাহ সৈয়দ আহমেদ সিডনির অবার্নে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাত করেন এবং পুলিশ অফিসারদের হুমকি দেন। 
জানা গেছে, মোহাম্মদ রহমতুল্লাহ সৈয়দ আহমেদ ব্রিজিং ভিসায় অস্ট্রেলিয়ায় ছিলেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ম মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৩ মিনিটে সিডনির পশ্চিমাঞ্চলের অবার্ন ট্রেন স্টেশনে ২৮ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাত করে আহমেদ। এরপর তিনি প্রায় পাঁচ মিনিট পরে অবার্ন থানায় যান এবং গুলি বিদ্ধ হওয়ার আগে পুলিশ কর্মকর্তাদের ছুরি দিয়ে হুমকি দেন। সৈয়দ আহমেদ অস্ত্র নিয়ে থানায় হাজির হলে একজন পুলিশ অফিসার তার উপর টিজার ব্যবহার করার সময়, অন্য একজন অফিসার তিনটি গুলি চালায় এবং সৈয়দ আহমেদ দু'বার বুকে আঘাত পান। পরে তার মৃত্যু হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad