Hot Widget

Type Here to Get Search Results !

Advt 720

বাংলাদেশঃ ‘পাঠান' না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন-জায়েদ খান

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা না এনে দেশের অভিনেতাদের দিয়ে ‘পাঠান’-এর মতো সিনেমা তৈরি করার জন্য প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের এ সাবেক সাধারণত সম্পাদক বলেন, এ দেশে পাঠান সিনেমা আনার কী প্রয়োজন? তার থেকে পাঠান না এনে আমাকে বা আমাদের দিয়ে পাঠানোর মতো সিনেমা নির্মাণ করুন। আমাদের দিয়ে বলিউডের মতো সিনেমা তৈরি করুন।
গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্মের আগে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন জায়েদ। 


দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ বা হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে মন্তব্য করে এ চিত্রনায়ক বলেন, এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই একশ’ কোটি টাকার সঙ্গে প্রতিযোগিতা করে টিকে উঠতে পারবে না। তিনি বলেন, আমি শুরু থেকে দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে হিন্দি সিনেমার বিপক্ষে। সবসময় চাইব হিন্দি সিনেমা যেন না আসে আমাদের দেশে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies